Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
shasan
on 05/01/2022, 03:26:23 UTC
আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley
আপনাকে অভিনন্দন আপনি জুনিয়র মেম্বার হয়েচেন। আশা করি খুব শীঘ্রই মেম্বার হবেন সে জন্য অগ্রিম শুভকামনা রইল। নিচে আপনের প্রস্নগুলর উত্তর দেওয়া হল।

সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আপনাকে প্রথমে ক্যাম্পেইনে আবেদন করতে হবে যদি তারা আপনাকে নায় তাহলে তাদের সিগনেচার আপনি আপনের প্রোফাইল এ অ্যাড করবেন।

আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
আপনি এখন যেভাবে পোস্ট করতেচেন সেভাবেই পোস্ট করতে হবে। তবে বেশিরভাগ খেতেরে এই থ্রেড এ পোস্ট করলে হবে নাহ। ইংরেজি থ্রেড এ পোস্ট করতে হবে। কোথায় কোথায় পোস্ট করলে হবে নাহ সেটা ঐ ক্যাম্পেইনের নিওমে উল্লেখ থাকবে।

পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?
সাধারন্ত ওই প্রজেক্ট সম্পর্কে কোন পোস্ট করতে বলা হবে নাহ। যদি আপনের ভাও লাগে সেক্ষেত্রে তাদের থ্রেড এ পোস্ট করতে পারেন।