ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে

আমি ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, বিটকয়েন মোটামোটি ৩৮হাজার ডলারের নিচে আসতে পারে। এরপর হয়তো আবার বৃদ্ধি পাবে। এছাড়াও অনেকের বিশ্লেষণ অনুযায়ী এটি আবার ৩০ হাজারের নিচে চলে যেতে পারে। তাই সবচেয়ে ভালো হয়, যেকোনো ট্রেডিং এর জন্য স্টপ-লস ব্যবহার করা।
কবে পাম্প করবে সেটা বলা যাচ্ছে না এখন ক্রমাগত হ্রাস পাচ্ছে বিটকোইন।
তার পরো আশা করি এটা আবার আগের জাগায় ফিরে যাবে।
একটু সময় লাগবে।
এটি সত্য যে, বিটকয়েনকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে সময় লাগবে। আর সেটি কেউ সঠিকভাবে বলতে পারবে নাহ, তবে অবাক করার বিষয় যে সকল হোয়েলসরা বিকটয়েন ক্রয় করতেছে। আর আমাদের অনেকেই এতটুকু ডাম্পে কি করবো সেটি নিয়ে চিন্তিত হয়ে যাই। তবে আমি মনে করি, এইমাসে বিটকয়েন একটু হ্রাসের দিকেই থাকবে এবং পরবর্তী মাস থেকে আবার ভালো ধরনের বৃদ্ধি দেখা যাবে।