Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Samzvai
on 08/01/2022, 06:08:57 UTC
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ সঠিকভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না।২০২২ সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো যাচ্ছে না।সব কয়েন এর দাম ডাম্পে রয়েছে।২০২২ শুরুটা খারাপ অবস্থায় থাকলেও ২০২২ সালে বিটকয়েন নতুন চমক দেখাতে পারে। অনেক বড় বড় ট্রেডার রা বলেছেন।২০২২ সালে বিটকয়েন 100k অথবা 200k ছাড়িয়ে যাবে।

লিংক: https://youtu.be/m-ZqLCyywus


ভাই,
আমিও আপনার সাথে এক মত এটি সামনে 100k ছাড়িয়ে যাবে বিটকোইন ডাম্পের কারণে এখন বড় বড় ইনভেস্টরা এখনে ইনভেস্ট করবে তাই আশা করা জায় তারাতারি আবার আগের জাগায় চলে যাবে