নতুন বছর আসলো কিন্তু থ্রেডে কোন উত্তেজনা দেখতেছি না

,
যাইহোক পুরাতন এবং নতুন সকল সদস্যদের জানাচ্ছি ইংরেজি নতুন বর্ষের প্রাণঢালা শুভেচ্ছা,
নতুন বছরে নতুন উদ্যোমে শুরু হোক নতুন এক যাত্রা
হ্যাঁ বছরের শুরুতে ক্রিপ্টোকারেন্সি অবস্থা একটু শোচনীয় থেকেই থাকে। কারন বছরের শুরুতে ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন সহ অন্যান্য যেসকল কয়েন রয়েছে এ সকল কয়েনের দাম একটু নিম্নগতি থেকেই থাকে। এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ শোচনীয় তা বছরের শুরুতে প্রত্যেক বছর হয়ে থাকে। পরবর্তীতে আবারও পুনরায় মার্কেট এর গতি ঊর্ধ্বমুখী হয়ে যায়।