কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে একটু ব্যাস্ত ছিলাম। তাই ফোরামে কোনো পোস্ট করতে পারিনি। কিন্তু সকলের পোস্ট গুলো ফলো করছিলাম।
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে

ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ সঠিকভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না।২০২২ সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো যাচ্ছে না।সব কয়েন এর দাম ডাম্পে রয়েছে।২০২২ শুরুটা খারাপ অবস্থায় থাকলেও ২০২২ সালে বিটকয়েন নতুন চমক দেখাতে পারে। অনেক বড় বড় ট্রেডার রা বলেছেন।২০২২ সালে বিটকয়েন 100k অথবা 200k ছাড়িয়ে যাবে।
লিংক:
https://youtu.be/m-ZqLCyywusশুধু ২০০কে নয়। বিটকয়েন এক সময় ১ মিলিয়নে পৌছাবে এটা PlanB এর মতামত। ক্রিপ্টোকারেন্সি তথা বিটকয়েনের ব্যাবহার কিন্তু বেড়েই চলেছে। আর বিটকয়েনের মোট সাপ্লাই এর ৯০% কিন্তু অলরেডি মাইন করা হয়ে গেছে। তো এর চাহিদা অনুযায়ী কিন্তু সাপ্লাই আর বাড়বে না। আর ক্রিপ্টোর দাম ওঠা নামা করে বাই-সেল প্রেশার এর ওপর। তো সবাই চায় নিজেরা কিছু বিটকয়েনের মালিক হতে। সময়ের সাথে সাথে মানুষ বাড়বে এবং বিটকয়েনের চাহিদাও বাড়বে। কিন্তু এর সাপ্লাই কিন্তু যা আছে তাই থাকবে। তার মানে দাড়াচ্ছে বিটকয়েনের দাম নিকট ভবিষ্যতে বাড়তেই থাকবে। বাড়বে কমবে এটাই সিস্টেম। তবে আল্টিমেটলি দাম কিন্তু বাড়বে। তো সেই হিসেবে ২০২২ শেষে বিটকয়েন ২০০কে হলে অবাক হওয়ার কিছুই নেই।
#HoDL