কোন কারন ছাড়া ই আই ডি ব্যান্ড হয় কেন ? আমি কোন স্পাম করলাম না কিন্তু আমাকে ব্লেইম করে আই ডি ব্যান্ড করে দেয়া হলো। আই ডি ব্যাণ্ড হলে ফিরে পাবার কি কোন রাস্তা আছে ?আরেক টা প্রশ্ন এমন কোন ওইয়ে কি আছে যাতে আই ডি ব্যান্ড না হয় ?যদি প্রয়োজন হয় কপার মেম্বারশিপ কিনলাম কিন্তু আই ডি যেন ব্যান্ড না হয়।