বাংলাদেশের জন্য সুখবর।
অতি শীঘ্রই পৃথিবীতে বিদায় নিচ্ছে কাগজের টাকা। আসতে চলেছে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা। আগামী যুগ হবে ডিজিটাল কারেন্সি যুগ।ধীরে ধীরে মানুষের কাছ থেকে টাকার নোট উঠিয়ে নিয়ে ক্রিপ্টোকারেন্সি মুদ্রা দিয়ে দিবে। যখন টাকার নোট উঠিয়ে ক্রিপ্টোকারেন্সি মুদ্রা দিয়ে দিবে তখন বিশ্বের সকল দেশেই বিটকয়েন বৈধতা পেয়ে যাবে।
ইউটিউব লিংক:
https://youtu.be/RFFWAi7wYskআপনি কিভাবে সেটা প্রেডিক্ট করছেন? ইউটিউব চ্যানেলগুলো ভিউজ এর জন্য অযথা কথা বার্তা বলে ভিডিও বানায়। বাংলাদেশে লিগ্যাল হতে অনেক সময় লাগবে।
এইদিকে রাশিয়ায় ক্রিপ্টোকারেন্সি মাইনিং ও ব্যবহার করা নিষিদ্ধ করার প্রস্তাব রেখেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক-
https://www.coinalap.com/রাশিয়ায়-ক্রিপ্টোকারেন্স/