একটা জায়গায় স্টেকিং লাগাছিলাম ৯৩$ এর মত ছিলো, আজকে দেখি ৫০$ নেমে গেছে, কি যে একটা অবস্থা। এমন বাজে অবস্থা, এত কম সময়ের মধ্যে এত ডাম্প। যারা রেগুলার ট্রেডিং করে আর স্টপ লস দিতে ভুলে গেছে, শুধু ভাবতেছি তাদের কি অবস্থা।
এত ডিপ যাওয়ার কারন কি? সঠিক কেউ বলতে পারবেন?
এখন মনে হচ্ছে যত কয়েনে ইনভেস্ট আছে, সব গুলোতে ১ বছরের মত প্লেনে হ্লোডিং রাখতে হবে। দোয়া করি শুধু ৩০কে এর সার্পোট লেভেল যেনো না ভেঙ্গে পরে।

আমি ভাই কালকে বিএনবি ৪২২ তে একটা ট্রিড নিয়েছি ১৭২ ডলারের । এখন মনে হইতেছে কান্না করা ছাড়া আর কোনো উপায় নাই।