Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Cornia
on 22/01/2022, 23:06:10 UTC
বিটকয়েনসহ সকল কয়েনের ডাম্পিং এখনো চলছেই। এটা যেন থামতেই চাচ্ছে না। প্রতিদিন যতটুকু ডাউন হচ্ছে ততটুকু আর রিকভার হচ্ছে না। ২০১৭ এর বুল রানের পর মার্কেট যেভাবে বেয়ারিস হয়েছিল তবে কি এখন আবার তাই হতে চললো? নাকি মার্কেটের কারেকশন হয়ে আবার পাম্পিং হবে?