মার্কেটের অবস্থা দেখে মনে হচ্ছে চির দিনের জন্য ঘুমাই যাই😭
মার্কেটের অবস্থা এখনো এতো খারাপ হয় নাই যে চিরদিনের জন্য ঘুমিয়ে যেতে হবে। মার্কেটের অবস্থা এখনো যথেষ্ট ভাল। আশার কথা হচ্ছে বিটকয়েনের দাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই এতো সহজেই হতাশ হবেন না।
হতাশ লাগে তখনই যখন দেখি মার্কেট ডাম্প খাচ্ছে কিন্তু দীর্ঘদিন যাঝয়ার পর ও রিকভারি হচ্ছে না।
এখন আর হতাশ হচ্ছি না কারণ এমন টা এর আগেও ফেস করেছিলাম। সেখান থেকেও উঠে এসেছিলাম। এভাবো উঠে আসবো হয়তো একটু সময় লাগবে । দৈর্য্যের সাথে থাকি অবশ্যই ভালো কিছু পাবো। ধন্যবাদ @Cornia সাহস দেওয়ার জন্যে।