রেডটাস খাওয়া একাউন্ট কি রেভটাস সারানো সম্ভব যদি কেউ জানেন না বা বোঝেন তাহলে আমাকে একটু সাহায্য করবেন।
এটা ডিপেন্ড করে আপনি কেনো রেড ট্রাস্ট খেয়েছেন। আর যেহেতু রেড ট্রাস্ট ডিটি মেম্বাররা দিয়ে থাকে। আমার ধারনা ফালতু কোনো কারনে তারা রেড ট্রাষ্ট দেয় না। আর যদি রেড ট্রাষ্ট একবার খেয়ে যান, আমার মনে হয় না কোনো ডিটি মেম্বার সেটা রিভার্স করবে যদি আপনি নিজেকে নির্দোষ প্রমান না করতে পারেন। আমাদের বাংলাদেশী একাউন্ট গুলো মূলত রেড ট্রাষ্ট খায় বাউন্টি চিটিং এর জন্য। একই বাউন্টি ক্যাম্পেইনে একাধিক একাউন্ট ব্যাবহার করা নিষেধ রয়েছে। কিন্তু অনেকেই এই কাজটা করে থাকেন এবং ধরা খেয়ে যায় একটা সময়। ডিটি মেম্বারদের চোখে পড়লে তারা রেড ট্রাষ্ট মেরে দেয়। যতক্ষন না আপনি প্রমান করতে পারছেন যে আপনি কোনো চিটিং করেননি বা কোনো নিয়ম ভংগ করেননি, আমার মনে হয়না কোনো ডিটি মেম্বার রেড ট্রাষ্ট রিভার্স করবে। তবে যিনি আপনাকে রেড ট্রাষ্ট দিয়েছে, আপনি তার সাথে কথা বলে দেখতে পারেন। তবে সমাধান পাওয়ার চান্স খুবই কম।