Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
laredo7mm
on 03/02/2022, 13:29:57 UTC
ধন্যবাদ laredo
আপনি কিভাবে জানেন যে সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট বর্তমানে কাস্টমস এ আটকে দিয়েছে। আপনার কি এমন হয়েছিল? এইটা কবে থেকে। আমি সেইফপাল এনেছি যে মোটামুটি অনেক টাইম হয়েছে। তাই আমি জানি না। কেউ কি সম্প্রতি এই ঝামেলায় পরছে? প্লীজ জানাবেন।

আমি কোন হার্ডওয়্যার ওয়ালেট আনিনাই। তবে আমি যে গ্রুপে আছি সে গ্রুপের প্রায় সবার সেফপালের হার্ডওয়্যার ওয়ালেট কাস্টমস আটকে দিয়েছিলো দ্বিতীয়বার যারা ওয়ালেট আনার চেষ্টা করেছিলো। আমার গ্রুপ থেকেই প্রায় ২০ এরও বেশি ওয়ালেট এভাবে আটকে যায় দ্বিতীয় চালানের যা কেউ আনতে যাবার সাহস করেনাই বলেই জানি। তবে প্রথমবার যারা এনেছিলো তাদের কোন সমস্যা হয়নি। এ বিষয়ে এখন গ্রুপে আলোচনা হয় এবং অনেকেই ইন্ডিয়ান আত্নীয়ের ঠিকানা ব্যবহার করে ওয়ালেট আনার চেষ্টা করছে বলে শুনেছি।