Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Tripano.btc
on 03/02/2022, 14:40:35 UTC
রেডটাস খাওয়া একাউন্ট কি রেভটাস সারানো সম্ভব যদি কেউ জানেন না বা‌ বোঝেন তাহলে আমাকে একটু সাহায্য করবেন।
এইটা নির্ভর করে আপনার রেড ট্রাস্ট কেন দেয়া হয়েছে। কোন ভ্যালিড কারনে যদি সেটা দেয়া হয়, তাহলে সেটা সম্ভবত আর মুছবে না। যেভাবে আছে ওইভাবেই থাকবে। আর যদি কোন ভ্যালিড কারণ ছাড়া রেড ট্রাস্ট দেয়া হয় তাহলে অবশ্যই রিমুভ করা যাবে। দয়া করে আপনি কি বিস্তারিত শেয়ার করবেন কেন আপনলাএ রেড ট্যাগ দেয়া হয়েছিল?
আমাকে রেড টাস্ট দেওয়া আমার POA পোস্ট একজনে কপি করে সে সব কিছু পরিবর্তন করে কিন্তু আমার ওয়ালেট  টা পরিবর্তন করে না। সে কারনে আমাকে রেড টাস্ট দেওয়া হয়। এই রেড টাস্ট কি উটানো যাব আমি কোন চিটিং করি নাই। যদি কেউ জানেন তাহলে একটু সাহায্য করবেন প্লিজ