ভাই এবং ভাবীরা, কেমন আছেন আপনারা? ক্রিপ্টো এসেট আপনার, আর লাড়া দেওয়ার দ্বায়িত্য বড় বড় তিমি দের। আজকের মারকেট দেখে যদিও একটু ভালো লাগতেছে। কিন্তু আমার কেনো যেনো মনে হচ্ছে এটা একটা ”ডেড ক্যাট জাম্প”। আপনাদের কি অবস্থা। মোটামোটি ১০% আপ হয়েছে আজকে। বিভিন্ন এক্সচেন্জ এ ভালো ভলিয়মের ট্রেড হয়েছে। সবাই এতো বেশি এক্সপেকটেশান রেখেছে যে এখন ২-৩% ডাউন হলেই ভিতরে চিপ মারে ভাই। মনে হয় আজকে আবার ১০কে রেড ক্যান্ডেল দেখবো। এভাবে ভয়ে ভয়ে বেচে আছি। যদি মারকেট আরো ডাউন হয়. এই কোয়াটারে অন্তত রিকোভার করা সম্ভব হবে বলে মনে হয় না। যারা ফিউচার মারেন, সাবধান ভাই। কোনো কিছুই প্রেডিক্ট করা যাচ্ছে না। আমাদের জানুয়ারী তে যে এক্সপেটেশান ছিলো, সেটা কিন্তু হয়ে উঠেনি। সামনে কি হবে এখনি বলা যাচ্ছে না। সুতরাং, সবাই সাবধানে