Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
shasan
on 06/02/2022, 12:43:42 UTC
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।
এটা কোন ব্যক্তিগত সমস্যা না এটা সবারই সমস্যা| আমরা যখন কোন কিছু ক্রয করি তখন ওই জিনিসের দাম কমে যায়|  আবার আমরা যখন কোন কিছু বিক্রি করি তখন ওই জিনিসের দাম বেড়ে যায়| আসলে ট্রেড করা খুবই ঝামেলার| ট্রেড করতে হলে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস ভালো জানতে হয়| তা না হলে ঝড়ে বক মারা মত অবস্থা হয় আরকি| তখন লাভ হলে আরো বেশি ইনভেস্ট করি এবং পরিণামে লস হয়|