Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
BIT-MASTER
on 07/02/2022, 07:40:20 UTC
ভাই, আপনারা যদি চান, আমি আপনাদের জন্য মারকেট আপ করে দিতে পারি। আমার কিছু লস হবে, তাই আপনারা আপনাদের প্রফিট আমার সাথে শেয়ার করলে আমার লস কভার হয়ে যাবে। তখন মোটামোটি আমরা সবাই লাভে থাকবো  Smiley। তো চলুন কিভাবে মারকেট আপ করে দেবা সেটা শেয়ার করি। আমার জীবনে আমি যতো বাড়ই মারকেট এ ভালো পরিমান কিছু টাকা ইনভেষ্ট করেছি, ২-১ বার ছাড়া প্রতিবারই হিউজ লস করে প্যানিক সেল দিয়ে দিছি। সেল দেয়ার সর্বোচ্চ ১ মাসে সময়ের মধ্যে ২০-৩০% আপ হয়ে মারকেট বুল রানে চলে যায়। তো এবারও ভাবছি, সকলের সুবিধার্তে নিজের সকল কয়েন গুলো সেল করে দেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মারকেট আপ হবেই  Grin। আর যদি আমি সেল না দিয়ে বসে থাকি। আর আমার সাথে আপনারাও বসে থাকেন। অন্তত এই কোয়াটারে আগের লস রিকোভার করে প্রফিটে ফেরত যেতে পারবেন না। সুতরাং সিদ্ধান্ত আপনার  Grin
আপনার পরিকল্পনা দেখে আমি শিহরিত Grin আসলে এই প্রবলেম টা আমার সাথেও হয়। এইজন্যই আমি এখন আর ট্রেডিং করছিনা যতক্ষন না ভালোভাবে টেকনিক্যাল এনালাইসিস শিখতে পারি।