Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 07/02/2022, 14:32:10 UTC
@Review Master
আমিও SXPBULL নিয়ে ট্রেড করেছিলাম। $৩০০ দিয়ে শুরু করে $৮০০ তে সেল দেই। কিন্তু পরে ধরা খাইছিলাম যদিও আমার লিমিট ছিল আমার বিনিয়োগ পর্যন্ত। মানে বিনিয়োগের চাইতে কমছে দেখলে আমি প্যানিক সেলার  Grin এইটা অনেক সময় আমার পক্ষে কাজ করে আবার অনেক সময় বিপক্ষেও। যেমন আমি MATIC ক্রয় করেছিলাম $০.০৩ তে প্রায় ২০০০ ডলার এর। দুর্ভাগ্য আমার আমি $১৫০-$২০০ ডলার লসে বিক্রি করে দেই। নাহলে যেটা হইত সেটা মনে হয় আমার জন্য অনেক বেশি হয়ে যাই তো।


আমার বিনিয়োগ করা প্রজেক্ট এখনো লিস্টিং করতেছে নাহ, কারণ মার্কেটের অবস্থা ভালো নাহ।  Grin
এইরকম প্রজেক্টে আপনার জ্ঞান অবশ্যই আমার থেকে বেশি। আমি জানি। তবে এই সিগনালটা ভালো না। মানে মার্কেটের অবস্থার জন্য লিস্টিং করছে না মানে এইটা আমার জন্য একটা খারাপ সিগনাল। আমি অনেক আগে একটা প্রজেক্টে ছোট খাটো বিনিয়োগ করেছিলাম। NHCT। তারাও একই কথা বলেছিল। মার্কেট ভালো হলে লিস্টিং হবে। আজ তারা নেই। না লিস্টিং হয়েছিল, না তারা বেচে আছে। জানি না কখনো ফিরবে কি না। আপনি অবশ্যই এইগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করেন, জানেন ও বেশি। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।