আপনার ওয়ালেট অন্যজন ব্যবহার করার জন্য আপনাকে রেডটাস্ট দিছে। এটা যদিও আপনার কাছে মনে হতে পারে চিটিং নয় কিন্তু এটা অবশ্যই চিটিং এর মধ্যে পরে। আপনি কেনো নিজের পিওএ পোস্ট অন্যজনের সাথে সেয়ার করেন। এটা করবেন না কখনো।
সে এখানে ঐ বিষয়ের জন্য সাজেশন আসা করেছে।আর আপনি যা লিখেছেন তা মোটেও তার কোন সাজেশন না বা এই কথার উপর তার কোন উপকার ও আসবে না।যদি কাওকে সাহায্য করতে চান তাহলে তার নির্দিষ্ট সাজেশন দিবেন না হলে না।
হ্যা আপনার ট্রাস্ট সরানো সম্ভব। আপনি প্রথমে যে আপনাকে ট্রাস্ট এ যোগ করেছেন তাকে pm করবেন ও যদি বোঝাতে পারেন এটি একটি ভূল ছিলো তাহলে সে চাইলে আপনার ট্রাস্ট সরাতে পারে।
আবার আপনি এই বিষয়ে একটি টপিক তৈরি করতে পারেন রেপুটেশন সেকশনে।কিন্তু সেখেত্রে আপনাকে প্রমান দিতে হবে ওয়ালেটা একান্তই আপনার। ওয়ালেট টা যে আপনার তা প্রমান করতে আপনাকে ওয়ালেট ভেরিফাই করতে হবে, সাইন মেসেস করে ওয়ালেট টা যে একান্তই আপনার তা প্রমান করতে পারলে অবশ্যই আপনার ট্রাস্ট ফিডবেক সরানো হবে।