ক্রিপ্টো জগতে বিটকয়েন, ডোজকয়েন এবং অন্যান্য আর্থিক পণ্যগুলি ধর্মীয় মুসলমানদের দ্বারা অনুমোদিত কিনা তা নিয়ে বিতর্কের সূত্রপাত করছে৷
এই বিতর্কের সূত্রপাত কোথা থেকে শুরু হয়েছে বলতে পারেন? আমার মনে হচ্ছে কোনো মুসলিম দেশ থেকেই হয়তো বা হতে পারে। আমি জানিনা এটা কেনো অনুমোদন নিয়ে বিতর্ক হচ্ছে। প্রথমে আমার একটা প্রশ্ন থাকবে, ইসলাম কি শেয়ার বাজারকে অনুমোদন দেয়? উত্তর আমার জানা নেই তাই আমি বলতে পারছি না। যদি শেয়ার বাজার ইসলাম অনুমোদন না দেয়, তবে এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। কিন্তু আমি তখনই কথা বাড়াবো যখন আলেমরা বলবেন যে ইসলাম শেয়ার বাজার অনুমোদন দেয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ক্রিপ্টো কারেন্সি অবৈধ হওয়ার কারণ কি? শেয়ার বাজার এবং ক্রিপ্টো কারেন্সির লাভ/লস বা দাম একই ভাবে বাড়ে কমে। যত বেশি চাহিদা থাকবে, দাম বাড়বে। আবার চাহিদা কমে গেলে বা মারকেট থেকে কেউ বড় পরিমান টাকা নিয়ে বেড়িয়ে গেলে দড় পতন হবে। সুতরাং শেয়ার বাজার যদি বৈধ হয়, ক্রিপ্টো কেনো বৈধ নয়?