আমাদের বোর্ডে যারা এক্টিভ আছেন তাদের উদ্দেশ্য করে বলা, দয়া করে সবাই তাদের মতামত জানাবেন-
আমি আজকে একটা পার্সোনাল মেসেজ পেয়েছি। একজন ব্যবহারকারী আমাকে বলতেছে মেটা তে বাংলাদেশী বোর্ডের জন্য আবেদন করতে। আবেদন করা তো কোন ব্যাপার না। কিন্তু সেখানে সবার এক্টিভ সাপোর্ট লাগবে।
সাপোর্ট বলতে সেখানে আপনাদের সবাইকে কমেন্ট করে জানাতে হবে আপনারা লোকাল বোর্ড চান কিনা। পর্যাপ্ত সাপোর্ট দেখলে থিমস বা ফোরাম এডমিন অবশ্যই সেটা বিবেচনা করবে।
আপনারা এই ব্যাপারে আপনাদের মতামত দিবেন।
BitcoinDream ভাই অলরেডি একটা টপিক মেটাতে ক্রিয়েট করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, সেটা অনেক পুরনো হয়ে গিয়েছে এবং আমি মনে করি নতুন একটা থ্রেড আরো বিস্তারিত তথ্য এবং উপাত্তসহ পোস্ট করাটাই ভালো হবে। এইটা নিয়েও আপনাদের মতামত জানাবেন।
এই প্রথম শুনলাম যে কেউ এসার মেম্বার থেকে নিউবি হয়ে গেছে। যদি আপনার কথা সত্য হয়, তাহলে আপনি মেটাতে পোস্ট করতে পারেন। তাহলে, উপযুক্ত কারণ জানতে পারবেন বলে মনে করি। আর আপনি এভাবে ম্যারিড চাইলে উল্টা নেগেটিভ ট্রাস্ট পাবেন। বেটার হবে যদি আপনি ভাল ভাল পোস্ট করেন। ভালো ভালো পোস্ট করলে আপনি এমনি ম্যারিড পাবেন। আর আপনি এখন যেহেতু নিউবি সেহেতু আপনি শুধুমাত্র বাউন্টি করতে পারবেন কোন সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন না।
Edit:
আগে এসার মেম্বার হওয়ার জন্য 250 টা এক্টিভেট হত হইতো। কিন্তু ম্যারিড সিস্টেম আসার আগে কোনভাবেই আপনি 250 টা অ্যাক্টিভিটি করতে পারেন নাই। সুতরাং আপনার এসার হওয়ার কথাটা মিথ্যা। আপনি কোনভাবেই এসার মেম্বার হতে পারেননি। আপনি এখানে মিথ্যা কথা বলছেন।
উনি মিথ্যা বলছে এইটা সুস্পষ্টভাবে প্রমানিত। উনার আইডি এইখানে রেজিস্টার করা দেখছি ২৯ জানুয়ারি ২০১৮। পক্ষান্তরে, মেরিট সিস্টেম ফোরামে আনা হয়েছে ২৪ জানুয়ারি ২০১৮। তার মানে উনি মেরিট সিস্টেম আসার ৫ দিন পরে ফোরামে জয়েন করেছেন। কি জঘন্য মিথ্যা।
এছাড়াও, আপনি যেটা বলেছেন যে এইটা অসম্ভব, সত্যিই অসম্ভব। এয়ারড্রপ মেরিট বা যারা ফ্রিতে মেরিট পেয়েছিল তাদের মেরিট নেয়ার ঘটনা ঘটে নাই। তবে আর্ন্ড (পোস্টের মাধ্যমে প্রাপ্ত) মেরিট খুব সম্ভবত থিমস একবার রিভার্স করেছেন।