বেশ কয়েক বছর আগেই এই ফোরামে কাজ করেছিলাম। এখন আবার নতুন করে শুরু করতে চাচ্ছি, কিন্তু ফোরামের নিয়ম কানুন মনে হচ্ছে অনে পরিবর্তন হয়েছে। আমি পূর্বে সিনিয়র মেম্বার ছিলাম এখন দেখছি আমাকে আবার নিউবিতে নিয়ে গেছে। ব্যাপারটা কেনো এমন হল কেউ কি বলতে পারবেন আমাকে

আর আরেক্তি কথা নিউবিতে কোনো বাউন্টিতে কাজ করা যাবে কিনা তা নিয়ে কেউ আমাকে যদি বলতে পারেন তাহলে আমার জন্য সেটা অনেক বেশি উপকার হয়। আর আমি তেমন একটা লেখালেখি করি না যার কারনে মেরিট নিয়ে এখন অনেক দুশ্চিতায় আছি। কেউ কি আমাকে মেরিট দিয়ে সাহায্য করতে পারবেন

?
যদিও আমি চাই না এইভাবে কারো কাজ থেকে মেরিট খোঁজার কিন্তু একপ্রকার বাধ্য হয়েই তা আমি বললাম কারন আমি আবার নতুন করে কাজ শুরু করতে চাচ্ছি আর এই জন্য গ্রুপের সকল মেম্বার বিশেষ করে বাঙালি হয়ে একে অন্নের উপকার করার সহজাত কোন প্রবনতা যদি পানাদের মাজে কাজ করে থাকে সেই থেকে আমাকে একটু হেল্প করার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরধ পেশ করলাম।
যদিও বিষয়টা অপ্রাসঙ্গিক, আপ্নারা কেউ মনে কিছু নিবেন না। তবুও বলতে লজ্জাবধ করিনাই। আপনাদের সকলের সুন্দর মতামত আশা করছি।
আমার খুব লজ্জা হচ্ছে যে আমি মোটামুটি কিছুদিন ধরে ফোরামে কাজ করছি কিন্তু এখনো জানতে পারলাম না যে মেরিট দিয়ে কেউ মেরিট ফিরিয়ে নিয়ে যায়।মেরিট ছাড়া আপনি সিনিয়র হলেন কিভাবে? অথচ আপনার প্রথম পোস্ট এখনো আইডিতে আছে।এটা কি সম্ভব?ভাই আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন সদস্য অথচ আপনি কয়েকমাস পরপর এক্টিভেট থাকেন।ফোরামের বুকে বাংগালী-বাংগালীকে সাহায্য করবে এবং বিদেশিরাও এটাই স্বাভাবিক,তার জন্য আপনাকে ফোরামের নিয়ম কানুন মেনে পোস্ট করতে হবে।তাহলে সাহায্য পাবেন।অযথা মিথ্যা তথ্য দিয়ে নতুনদের বিভ্রান্ত করবেন না।আপনি যে মতবাদ প্রকাশ করেছেন তা নতুনদের মাঝে অহেতুক একটা ভয়ের সৃষ্টি করবে।