বাংলাদেশী যারা আছেন তারা হয়তো একটা নিউজ দেখেছেন gate.io একচেন্জ কিছু দেশের জন্য রেস্ট্রিকটেড করেছে তারমধ্যে বাংলাদেশ ও আছে।আমি এই একচেন্জ ব্যবহার করতাম নিউজ দেখারপর আমার এসেট আমি তুলে নিয়েছি,এখনো যারা করেননি তারা ৩০ এপ্রিলের পূর্বে করে নেন না হলে বিপদে পড়বেন ১০০%। আমি তাদের অফিসিয়াল টেলিগ্রামে যোগাযোগ করেছি তারা আমাকে তথ্যগুলো দিয়েছে।



আশা করছি কেউ ক্ষতিগ্রস্হ হবেন না।