ক্রিপ্টো মার্কেটে ভোলাটিলিটির জন্য অনেক প্লাটর্ফম উচ্চ রিস্ক ত সাথে ভালো আয়ের এর সুযোগ করে দেয়। তেমন একটা হাই রিস্ক ইনভেস্টমেন্ট হচ্ছে Dual Currency Investment। পদ্ধতিটি শুধুমাত্র Binance এবং Bybit এই দুই এক্সচেঞ্জারে আছে। কোনো ইউজার ইনভেস্টমেন্ট এর অপশনে গেলেই এইটি সেগমেন্টটি দেখতে পারবেন। আমি BYBIT এর অপশনটি উদাহরণ হিসেবে দেখাই।

আপনারা এই অপশন্টীতে গেলেই দেখতে পাআরবেন যে ৩০০%/৳০০% এর মত APY রির্টান। প্রথম প্রথম দেখলে ভালোই লাগে। কোনো ইনভেস্টমেন্টে এত্ত রির্টান সাধারনত বিষ্ময়কর মনে হবে। কিন্ত এই পুরো অপশনটা অনেক জটিল ও রিস্কি।

ইনভেস্ট করার আগে দেখতে হবে সেটেলমেন্ট এর ডেট কবে*(অর্থাৎ আপনি কত দিনের জন্য ইনভএস্ট করতে চাচ্ছেন)
ধরেন আজকের বিটকয়েনের প্রাইজ ৪৪০০০$, এখন ধরণের আপনি এই রেটে ১০০$ ইনভেস্ট করলেন। এখন ২৪ ঘন্টার পরে এর প্রাইজ যদি ৪৪০০০$ এর নিচে যায় তাহলে আপনি (৩০০%/৳৪০০% APY রেট যাই থাকুক না কেনো) এর রেট অনুযায়ি এক্সট্রা বিটকয়েন পাবেন আর যদি বিটকয়েন্ এর প্রাইজ ৪৪০০০$ এর উপরে চলে যায়, তাহলে ওই রেটে USDT পাবেন।
সাধারনত অন্যসব ইনভেস্টমেন্ট থেকে এই অপশনের APY রেট অনেক বেশ হয়ে থাকে, কিন্ত সত্যি বলতে এটি খুবই হাই রিস্ক একটি ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রাইজ যদি কমে আহলে আরও কিছু বিটকয়েন্ হাতে ধরিয়ে দিবে আর যদি বিটকয়েন এর প্রাইজ বারে তাহলে আপনাকে USDT ধরিয়ে দিবে।
আপনি চাইলে USDT ইনভেস্ট করেও এই প্ল্যানে ইনভেস্ট করতে পারেন, এতে প্রাইজ কমলে BTC ধরিয়ে দিবে আর বাড়লে USDT ধরিয়ে দিবে
আমি কখনো এমন ইনভেস্টমেন্ট সাজেস্ট করি না। কেউ যদি উচ্চ APY দেখে লোভে পরে ইনভেস্ট করতে চান, তাহলে অনুরোধ থাকবে যে নিজে একবার যাচাই বাছাই করে তারপর ইনভেস্ট করতে।