Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Cleaner00
on 28/03/2022, 03:17:34 UTC
⭐ Merited by naim027 (1) ,_BlackStar (1)
তিনটি ভালো ওয়ালেটঃ

ক্রিপটো ওয়ালেটঃ আমরা সাধারনত ওয়ালেট বলতে যেখানে অর্থ জমা রাখি, আর তাকেই ওয়ালেট বলে থাকি। আর ক্রিপটো ভাষায় যেখানে আমরা ক্রিপটো মুদ্রা জমা রাখি, তাকেই ক্রিপটো ওয়ালেট বলি।

আমাদের অর্থ জমা রাখার জন্য আমরা সাধারণত ব্যাংক ব্যবহার করি। আমরা ব্যাংকে দীর্ঘদিনের জন্য অর্থ জমা রাখি এবং যখন প্রয়োজন হয় তখন ব্যাংক থেকে অর্থ উত্তোলন করি।

তাই, আমাদের ক্রিপটো মুদ্রা জমা রাখার জন্য আমরা ক্রিপটো ওয়ালেট ব্যবহার করি। যখন ক্রিপটো মুদ্রার প্রয়োজন হবে তখন আমরা ক্রিপটো ওয়ালেট থেকে উত্তোলন করতে পারবো।

সুতরাং,  আমাদের অর্থ বা ক্রিপটো মুদ্রা নিরাপদে রাখার জন্য আমাদের ভালো ওয়ালেট বা ব্যাংক ব্যবহার করা প্রয়োজন। নয়তো, আমাদের অর্থ হারানোর ভয় থাকবে।

তাই ক্রিপটো মুদ্রা সংরক্ষণ করার জন্য অবশ্যই আমাদের ভালো ওয়ালেট বেছে নিতে হবে। আর আজ আমি কয়েকটি ভালো নিরাপত্তা ও ভালো বৈশিষ্ট্য সম্পূর্ন ওয়ালেট এর কথা তুলে ধরবো আপনাদের মাঝে।

Exodus wallet: এই ওয়ালেট দিয়ে সেন্ড,রিসিভ এবং একচেন্জ করতে পারবেন। এই ওয়ালেটে ১৭৩ ক্রিপটো মুদ্রার সুবিধা পাবেন। এই ওয়ালেট আপনি ডেস্কটপ, মোবাইল ও হার্ডওয়্যার এর সুবিধা প্রদান করে।

এই ওয়ালেটে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনার ব্যালেন্স দেখতে পারবেন, আপনার পোর্টফলিও এর মেয়াদ দেখতে পারবেন, সকল কয়েন এর পরিবর্তন এর পার্সেন্ট দেখতে পারবেন।

এই ওয়ালেট এর কমিউনিটি আপনাকে ২৪ ঘন্টা সেবা প্রদান করবে। এই ওয়ালেট দিয়ে বিটকয়েন এর মাধ্যমে একচেন্জ করার সুবিধা রয়েছে। এই ওয়ালেট এর সিকিউরিটি অনেক শক্তিশালী।  exodus wallet আপনি ইমেইল বা জিমেইল দিয়ে খুলতে পারবেন। এই ওয়ালেট এর seed phrase and pasword সংরক্ষণ করে রাখবেন। যদি আপনার ওয়ালেট এর unlog হয়ে যায়, তাহলে তখন আপনি জিমেইল,সিড phrase and pasword দিয়ে ওয়ালেট access করতে পারবেন।

আর একটি সুবিধা হলো, আপনি যদি exodus ওয়ালেট দিয়ে একচেন্জ করেন, তাহলে আপনি ২%-৫% কমিশন পাবেন। তবে, এই ওয়ালেট আমার কাছে সেরা মনে হয়েছে। এটি আমার কাছে একটি পারফেক্ট ওয়ালেট।

এই ওয়ালেট এর ফই খুবই কম। এই ওয়ালেট দিয়ে ৫-৩০ মিনিটের মধ্যে ট্রানজেকশন সম্পূর্ণ হয়ে যায়। এই ওয়ালেট উচ্চ লিমিট দিবে একচেন্জ করার জন্য। আর ২৪ ঘন্টা লাইভ সাপোর্ট প্রদান করে।

Exodus wallet link: exodus.com
আপনি উপরোক্ত সাইটে প্রবেশ করলে ডেস্কটপ, মোবাইল ওয়ালেট ও হার্ডওয়্যার ওয়ালেট পেয়ে যাবেন।

Trust wallet:
ট্রাস্ট ওয়ালেট একটি ফ্রি ওয়ালেট। এই ওয়ালেট সকলে ব্যবহার করতে পারবে। এই ওয়ালেট অনেক ভালো ওয়ালেট। এটি একটি মোবাইল ওয়ালেট। আপনি ট্রাস্ট ওয়ালেটে ক্রয় করতে পারবেন, জমা রাখতে পারবেন, এনএফটি সংরক্ষণ করতে পারবেন এবং ক্রিপটো মুদ্রা আয় করতে পারবেন। এই ওয়ালেট এর ব্যবহারকারীর সংখ্যা ২৫ মিলিয়ন অতিক্রম করেছে। আমার কাছে এটি একটি বিশ্বস্ত ওয়ালেট।

ট্রাস্ট ওয়ালেট দিয়ে যা যা করতে পারবেনঃ
বিটকয়েন পাচ মিনিটের মধ্যে কিনতে পারবেন
একচেন্জ করতে পারবেন
স্টেকিং করতে পারবেন
এনএফটি কালেক্ট করতে পারবেন
দামের সকল পোর্টফোলিও দেখতে পারবেন
মুদ্রা নিরাপদ থাকবে হ্যাকার ও প্রতারক থেকে


ভিসা ক্রেডিট কার্ড ও মাস্টারকার্ড  দিয়ে ক্রিপটো মুদ্রা ক্রয় করা যাবে। ভিসা ক্রেডিট  কার্ড দিয়ে বিটকয়েন, ইথেরেয়াম, বিএনবি সহ আরো অনেক কয়েন ক্রয় করতে পারবেন। যারা সহজে ক্রিপটো মুদ্রা সংরক্ষণ করতে পারেনা, তাদের জন্য ভিসা কার্ড দিয়ে সহজেই ক্রিপটো মুদ্রা ক্রয় করার সুযোগ করে দিয়েছে। তাই সকলে ট্রাস্ট ওয়ালেট দিয়ে সহজেই ক্রিপটো মুদ্রা ক্রয় করতে পারবে ভিসা কার্ডের মাধ্যমে।


একচেন্জ করা যাবে খুব দ্রুত।  ট্রাস্ট ওয়ালেট দিয়ে মুদ্রা একচেন্জ ও সোয়াপ করার সুবিধা রয়েছে। এর ফলে আপনাকে অন্য কোনো একচেন্জ সাইট ব্যবহার করতে হবেনা। যার ফলে আপনি ট্রাস্ট ওয়ালেটেই সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন।

এই ওয়ালেট খুবই সংরক্ষিত। ট্রাস্ট ওয়ালেট নিরাপদ ও প্রাইভেট। এই ওয়ালেটে kyc করার প্রয়োজন হয়না। যার ফলে ব্যবহারকারীরা নিরাপদে এই ওয়ালেট ব্যবহার করতে পারবে।

ট্রাস্ট ওয়ালেটে Dapp এর সুবিধা পাবেন। আপনি সকল জনপ্রিয় ডিসেন্ট্রালাইজড app ব্যবহার করতে পারবেন। মোট কথা, আপনি এখানে সকল ধরনের ব্রাউজার এর সুবিধা পাবেন।

ট্রাস্ট ওয়ালেটে আপনি সকল ধরনের কয়েন ও টোকেন এর সুবিধা পাবেন। এই ওয়ালেটে erc20,erc71, bep20 and matic চেইন এর সুবিধা পাবেন। তবে অন্যান চেইন এর সুবিধাও থাকতে পারে।

ট্রাস্ট ওয়ালেটে স্টেকিখ করতে পারবেন। স্টেকিং করার জন্য Osmosis,bnb,kava,algorand,cosmos,tezos,terra and tron কয়েন দিয়ে স্টেকিং করে আয় করতে পারবেন। আপনি স্টেকিং করার জন্য আরো অন্যান্য কয়েন বেছে নিতে পারেন। আপনি স্টেকিখ চালু করে ঘুমিয়ে ঘুমিয়ে আয় করতে পারবেন। তবে কয়েন এর staking APR rate ভালো হলে আপনায় আয় ভালো হবে।

সুতরাং, ট্রাস্ট ওয়লােট একটি ভালো ও সেরা ওয়ালেট। এই ওয়ালেট ব্যবহার করে আপনি অবশ্যই সস্তি অনুভব করবেন। এই ওয়ালেট এর লিংকঃ trustwallet.com

Coinomi wallet: এই ওয়ালেট ২০১৪ সালে তৈরী করা হয়। এই ওয়ালেট একটি ভালো ওয়ালেট।  এই ওয়ালের এর ব্যবহারকারীর সংখ্যা মিলিয়নার। এটি অনেকের কাছে পছন্দের একটি ওয়ালেট।

এই ওয়ালেটে আমরা ১৭৭০ ক্রিপটো মুদ্রার সুবিধা পাবো। আর এটি সকলের জন্য অনেক আশ্চর্যজনক।   যাদের আল্টকয়েন এর ব্যাগ অনেক ভারী, তারা এই ওয়ালেট ব্যবহার করতে পারেন। এই ওয়ালেটে ১২৫ ব্লকচেইন এর কয়েন ও টোকেন এর সুবিধা পাবে। এটি একটি বৃহদাকার কয়েন ও টোকেন সংরক্ষণ করার ওয়ালেট।

Coinomi wallet মোবাইল,ডেস্কটপ ও ios  ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে। এই ওয়ালের এর সুরক্ষা সব ক্ষেত্রেই  সমান।

এই ওয়ালেটে ভিসা কার্ড ও মাস্টার কার্ড এর মাধ্যমে ক্রিপটো মুদ্রা ক্রয় করতে পারবেন। আপনি বিটিসি সহ আরো অনেক মুদ্রা কিনতে পারবেন।

Coinomi wallet এর বৈশিষ্ট্য অনেক। এই ওয়ালেট এর সিকিউরিটি শক্তিশালী,মাল্টি চেইন এর সুবিধা রয়েছে, জিরো ফি,একচেন্জ এর সুবিধা, Dapp সহ আরো অনেক সুবিধা রয়েছে।

এই ওয়ালেট এর সাপোর্ট অনেক ভালো,আপনি সকল ধরনের সাপোর্ট পাবেন। এই ওয়ালেট অনেক সুরক্ষিত। এই ওয়ালেট অনেকের পছন্দের। 

Coinomi wallet link: coinomi.com