Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Cleaner00
on 29/03/2022, 02:28:12 UTC
@Cleaner00
Exodus ওয়ালেট সম্পর্কে আমার ধারনা নেই। তবে ট্রাস্ট ওয়ালেট আর কয়েনমি ওয়ালেট এত মধ্যে ট্রাস্ট ওয়ালেটই ভালো। কয়েনমি ওয়ালেট সম্পর্কে কিছু বাজে টপিক এই ফোরামে রয়েছে যেগুলো থেকে দেখা যায় এইটা খুব ভালো না। তাই ব্যবহার করার সময় সবার সতর্ক হয়েই ব্যবহার করা উচিত।
আর আমার ব্যক্তিগত মতামত, ৫০০/১০০০ ডলারের ক্রিপ্টোকারেন্সি আপনার কাছে থাকলে সেটার জন্য হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করাই শ্রেয়।
ধন্যবাদ ভাই। তবে ট্রাস্ট ওয়ালেট সকলের কাছে। আমিও নিজেও ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। আর মনে করি, ট্রাস্ট ওয়ালেট সকলের প্রিয়।