পোস্ট মূলত কয়েক মিনিট পর করেছি তবুও এড হয়ে গেছে একসাথে
আপনি যখনই পোস্ট করেন না কেন তা 2 মিনিট আগে হোক আর দুইদিন আগে হোক আপনার পোস্ট এর পর যদি অন্যকেউ পোস্ট না করে এবং আপনি আবার পোস্ট করেন তাহলে আপনার পোস্টটি পর পর দেখাবে। এরকম ক্ষেত্রে হয় তাহলে আপনার উচিত আগের পোস্ট এডিট করা অথবা অন্যকেউ পোস্ট করার পরে নিজের পোস্ট করা। আশা করি আমি কি বলেছি বা কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আপনি যদি একাধিক ব্যক্তি পোস্টকোড করতে চান, তাহলে আপনি একই প্রশ্নের মাধ্যমে তা করবেন। অথবা অন্য কেউ পোস্ট করার পর করবেন।