Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
wtsimis
on 01/04/2022, 03:46:11 UTC
আজ সবার প্রোফাইলে আই কিউ 100 লেখা আছে। এবং পোস্ট করলে বা পোস্ট এডিট করলে 100 এর থেকে কমতেছে বা বাড়তেছে। থেমাস বলছে আজ থেকে আইকিউ চালু থাকবে। এবং যাদের আইকিউ 120 এর কম থাকবে তারা ব্যান হয়ে যাবে বা তাদেরকে ব্যান করা হবে। এটা যদি সত্যি হয় তাহলে সেটা হবে খুবই উদ্বেগের যদিও আমি মনে করি এধরণের কোন ঘটনা ঘটবে না। থেমাস এটা করেছে কারণ আজ পহেলা এপ্রিল যেটাকে এপ্রিল ফুল বলা হয়। আমি মনে করি থেমাস আমাদেরকে জাস্ট ফুল বানিয়েছে। মূল পোস্টে আপনারা এখান থেকে দেখতে পারবেন

সকাল সকাল এই রকম পোষ্ট দেখে চোখ কপালে উঠে গেছিলো, যদিও মনে হয় এমনটা হবে, IQ অনেকের কমতেছে আবার বাড়তেছে। অনেক ভালো লেজেন্ডারি আইডিও দেখেছি আইকিউ ১০০ এর নিচে নেমে গেছে। হয়তো হতেই পারে এপ্রিল ফুল উদ্দেশ্য তেই এই রকম পোষ্ট।