বুঝতেছি না আসলে হতে যাচ্ছে টা কি ? আপনার পোস্ট থেকে ফার্স্টে ভাবলাম যে এপ্রিল ফুল করতেছে । এখন আবার কিছু কিছু পোস্ট দেখে সিরিয়াসলি মনে হইতেছে , যদি আসলেও এমনটা হয় তাহলে সামনে খারাপ দিন আসতেছে আমাদের জন্য । shasan আপনার কি মনে হচ্ছে আসলে কি এপ্রিল পলি করতেছে নাকি আসলেই সিস্টেম চালু হবে , যদিও আপনার লাস্টের কথাগুলোর দ্বারা এপ্রিল ফুল ই বোঝা যাচ্ছে
থিমস এতটাও স্টুপিড না যে এইটা ফোরামে ব্যবহার করবে। আপনার আই কিউ এর সাথে ফোরামে অংশগ্রহণ এর কোন সম্পর্ক নেই। গত কয়েক বছর ধরেই থিমস এপ্রিল ফুলের দিনে এইরকম কিছু আমাদের দিচ্ছে। গতবছর দিয়েছিল এনএফটি ট্রেড করার অপশন। অনেকেই কয়েকশ বিটিসি এর মালিক হয়েছিলেন ওইদিন যদিও ওইগুলো আসল বিটকয়েন ছিল না।