Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
naim027
on 05/04/2022, 17:05:24 UTC
হ্যালো, কেউ কি আমাকে ক্রিপ্টো গেমিংয়ের জন্য একটি ইউটিউব বিকল্প সাইট সাজেস্ট করতে পারেন? আপনি ঐ বিকল্প সাইট থেকে যথেষ্ট সাড়া পাচ্ছেন? আমি একটি ইউটিউব বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছি কারণ আমি আমার ভিডিওগুলিতে কিছু স্ট্রাইক পেয়েছি৷
কেউ যদি আমাকে পরামর্শ দিতে পারেন, এটি আমার জন্য সহায়ক হবে।

তমাল ভাই আপনাকে ধন্যবাদ আমার ইনভাইটেশনে বাংলাদেশ থ্রেড এ আসার জন্য। আপনার প্রশ্নটা অনেকেই বুঝতে পারেনি।

~Snip~

~Snip~

আসলে ভাই উনি একজন ইউটিউবার। ওনার CryptoCoinHub নামে একটা চ্যানেল আছে। উনি গেম্বলিং রিলেটেড কন্টেন্ট তৈরী করে থাকেন এবং ওনার প্রায় প্রতি ভিডিওতেই গিভওয়ে থাকে। যারা ওনার সাব্সক্রাইবার, ওনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে উনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়েছে। তো উনি এর বিকল্প হিসেবে কিছু করতে চাইছেন। এখানে কেউ এরকম কিছু করলে ওনাকে আইডিয়া দিতে পারেন।

@tomal1003 ভাই, আশা করি বাংলাদেশ থ্রেড এ একটিভ থাকবেন।