গত বছরের নভেম্বরের দিকে বাংলাদেশী একটা প্রজেক্ট ফুজি ইনু কয়েন দিয়ে অনেক বড় স্ক্যাম হয় আমি যতদুর শুনেছি। নতুন বিনিয়োগকারীদের ব্রেইন ওয়াশ করে কিছু অসাধু লোক এবং তাদের কয়েন সেল করে৷ বিনিয়োগকারীদের মুখের উপর তারা রাগ পুল করে। এই প্রজেক্ট সম্পর্কে কারো কোন ধারনা আছে? কেউ কি বলতে পারেন কিছু? এই প্রজেক্টের পিছনে কার হাত আছে, তার ব্যক্তিগত পরিচয় ইত্যাদি? জানলে একটু জানাবেন।