Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Salauddin1994
on 08/04/2022, 10:35:48 UTC
অনেক সময় দেখা যায় যে অনেক স্ক্যাম ধারনা করা প্রোজেক্ট শেষ পর্যন্ত যেকোনো একটা মার্কেট এ লিস্ট হয়ে যায়, আবার অনেক সময় অনেক ভালো সবকিছু ঠিকঠাক থাকার পরেও প্রোজেক্ট শেষ পর্যন্ত কোনো মার্কেট এ লিস্ট হয়না, টিম ম্যানেজমেন্ট, বাউন্টি ম্যানেজার, প্রোজেক্ট ডিটেইলস সবকিছু বিবেচনা করে একটা শিদ্ধান্তে আসতে হয়, আপনি একটু ভালোভাববে লক্ষ্য করলেই মোটামোটি একটা ধারনা পাবেন যে প্রজেক্ট আসলেও কতোটুকো রিয়েল ব্যাক্তিরা ম্যানেজ করছে।
আপনি ঠিক বলেছেন। তবে মার্কেটে তো আপনা আপনি লিস্টের হয়ে যায় না। তা লিস্ট করার জন্য যারা স্ক্যাম প্রজেক্ট আনে, তারা লিস্ট করে। আর এর জন্য যেসব এক্সচেঞ্জার টাকার বিনিময়ে লিস্ট করে তাদেরকে তারা টাকা দিয়ে লিস্ট করে। এক্সচেঞ্জার এ লিস্টেড হওয়ার কারণে ওই কয়েন এর প্রতি মানুষের বিশ্বাস বেড়ে যায় এবং তখন বেশি বেশি ইনভেস্ট করে। কিছুদিন দেখা যায় দাম বাড়ে; কিন্তু তার কিছুদিন পর দেখা যায় দাম কমতে থাকে। এবং এক পর্যায়ে সেটি মূল্যহীন হয়ে পড়ে। তখন বোঝা যায় কয়েনটি স্ক্যাম ছিল।

হ্যা আপনি ঠিক বলেছেন, বিনান্স এর মতো সাইট ও দেখা যায় যে মাঝে মাঝে কিছু কয়েন এবং টোকেন লিস্ট করে, এবং তার কিছুদিন  পরেই দেখা যায় জে টোকেন বা কয়েন গুলার কোনো ভ্যালু থাকেনা আর বিভিন্ন্য কারন দেখায়ে তার কিছুদিন পরেই তারা আবার সেই টোকেন বা কয়েন গুলা ডিলিস্টেড করে দেয় আর সেখানে যারা ইনভেস্ট করে সবাই লস করে। আমি যতদুর দেখেছি সঠিক বা স্ক্যাম প্রোজেক্ট কোনোটাই দীর্ঘদীন মার্কেটে থাকেনা যদিনা তাদের টিম ভালো হয়। টিমের উদ্যেশ্য ভালো হলে ধরে নেয়া যায় সেই প্রোজেক্ট টি সাক্সেস ।