এত শত স্ক্যাম দেখে এখন কাজ করা বা নতুন কোন প্রজেক্টে ইনভেস্ট করার আশাই হারিয়ে ফেলতেছি । নতুন নতুন যত প্রজেক্ট আসে দেখে মনে হয় যে স্ক্যাম তাছাড়া কোনটাকে ভালো বলবেন Hhampuz ,BountyDetective ,Irfanpak এদের ক্যাম্পেইন থেকে আসা প্রজেক্ট গুলোও মাঝে মাঝে হয় । আর এদের গুলো স্ক্যাম হলে বড় ধরনের স্ক্যাম করে । কিছুদিন আগে ইরফান পাকের করা একটা ক্যাম্পেইন FOOBEE বড় ধরনের স্ক্যাম করল. এতে আমার ভালো বিনিয়োগ ছিল । আমি আসলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছি স্ক্যামের ভিড়ে ভালো প্রজেক্ট গুলো হারিয়ে যায় । আমার মনে হয় নতুন কোন নিয়মকানুন চালু করতে হবে এগুলো রোধ করার জন্য ।