আমরা কমবেশি সবাই ট্রেড করতে ভালোবাসি। তাই কমবেশি সবাই ট্রেড করি। ট্রেড দুই ধরনের হয় যেমন স্পোর্ট ট্রেড এবং ফিউচার ট্রেড। অনেকে ট্রেড এর বিষয়ে ভালো ভাবে না জেনে ফিউচার ট্রেড করতে চায়। তাই সবাইরে অনুরোধ করছি কেউ ফিউচার ট্রেড এর সম্পর্কে ভালোভাবে না জেনে ফিউচার ট্রেড করবেন না। কারন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না 😥। আমি ফিউচার ট্রেড এর বিষয় ভালোভাবে না জেনে করতে গিয়ে 1 ঘন্টাই আমার 700 ডলার লস হয়েছে। তাই আমি চাইনা আমার মত এত কেউ লস খায়। ধন্যবাদ সবাইকে।