Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
DVlog
on 21/04/2022, 17:23:15 UTC
⭐ Merited by wtsimis (1)
আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাপক আলোচনা এই থ্রেডে তেমন একটা দেখা যায় না। খুব কম ইউজার এখানে এক্টিভ থাকে, কোনো টিউটোরিয়াল বা এনালাইসিস পোষ্ট কম হয়। এ চিন্তা থেকেই,  এই থ্রেডকে এগিয়ে নেওয়ার জন্য একটি কনটেস্ট আয়োজন করা হচ্ছে। কনটেস্ট এর বিষয় হচ্ছে "বাংলা থ্রেডকে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইডিয়া শেয়ার করা"। আইডিয়া যেকোনো রকম কিছু হতে পারে, কিন্ত আলচ্য বিষয় অব্যশই ক্রিপ্টো রিলেটেড বিষয়ে আমারে থ্রেডকে প্রাধান্য থাকবে হবে। এমন আইডিয়া সাজেস্ট করুন যাতে সর্বাপরি যেনো আমাদের থ্রেড সমৃদ্ধশীল হতে পারে।

কিছু নিয়ামুবলিঃ
১. আগামি ৩০ দিনের মধ্যে সাবমিট করবেন।
২. অব্যশই পোষ্ট এর সাথে #বাংলাথ্রেড ট্যাগটি ব্যবহার করবেন।
৩. পারসোনাল প্রোমট করার চেষ্টা করবেন না।

৩ জন বিজয়ি নির্বাচন করা হবে, যেখানে
  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে

আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy

এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ তবে এই অর্থ কার পক্ষ থেকে দেওয়া হচ্ছে? কেউ এই অর্থ জমা রাখলে ভালো হয় যাকে সবাই ট্রাস্ট করে। বাংলা থ্রেডে এক্টিভ মেম্বার বেশি না হলে আমাদের মেরিট সোর্স পাওয়া কষ্ট। আবার মেরিট ছাড়া লোকাল থ্রেডে ইউজার আনাও সহজ না। কারণ ফোরামে সবাই তাদের কাজের জন্য কিছু একটা বিনিময় আশা করে। তবে এইটা অবশ্যই ভালো উদ্যোগ এবং যেসব বাংলাদেশি মেম্বার লোকাল থ্রেডে পোস্ট করেনা তাদের এইখানে আমন্ত্রণ জানালেও লোকাল বোর্ডের এক্টিভিটি বাড়তে পারে।