যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।
Coincalendar দিয়ে গুগল সার্চ করলে পেয়ে যাবেন অনেকগুলো। এইগুলোতে সব ধরনের ইভেন্ট খুজে পাবেন। তবে, এইগুলো অনুসরণ করে যদি ট্রেড করেন তাহলে খুবই রিস্কি বলব। এইগুলোতে যেমন লাভ করার সুযোগ থাকে, তার চেয়ে বেশি লস করার চান্স থাকে।