Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 22/04/2022, 16:10:08 UTC

  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে

আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy
ধন্যবাদ আপনার এহেন প্রস্তাব এবং কনটেস্ট এর জন্য। আমাদের এইখানে আসলে কিছু কনটেস্ট এর আয়োজন করা যায় সবাইকে একসাথে এক্টিভ করার জন্য। যাই হোক, আমি যদি কারো সাজেশন ব্যক্তিগতভাবে পছন্দ করি, তাহলে আমি তাকে $১০ USDT পাঠাবো, যেমনটা বলেছি, সাজেশন অবশ্যই আমার পছন্দ হতে হবে।