Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 23/04/2022, 14:27:37 UTC
আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাপক আলোচনা এই থ্রেডে তেমন একটা দেখা যায় না। খুব কম ইউজার এখানে এক্টিভ থাকে, কোনো টিউটোরিয়াল বা এনালাইসিস পোষ্ট কম হয়। এ চিন্তা থেকেই,  এই থ্রেডকে এগিয়ে নেওয়ার জন্য একটি কনটেস্ট আয়োজন করা হচ্ছে। কনটেস্ট এর বিষয় হচ্ছে "বাংলা থ্রেডকে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইডিয়া শেয়ার করা"। আইডিয়া যেকোনো রকম কিছু হতে পারে, কিন্ত আলচ্য বিষয় অব্যশই ক্রিপ্টো রিলেটেড বিষয়ে আমারে থ্রেডকে প্রাধান্য থাকবে হবে। এমন আইডিয়া সাজেস্ট করুন যাতে সর্বাপরি যেনো আমাদের থ্রেড সমৃদ্ধশীল হতে পারে।

কিছু নিয়ামুবলিঃ
১. আগামি ৩০ দিনের মধ্যে সাবমিট করবেন।
২. অব্যশই পোষ্ট এর সাথে #বাংলাথ্রেড ট্যাগটি ব্যবহার করবেন।
৩. পারসোনাল প্রোমট করার চেষ্টা করবেন না।

৩ জন বিজয়ি নির্বাচন করা হবে, যেখানে
  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে

আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy

আপনার এই উদ্যোগটি  আমার অনেক পছন্দ হয়েছে আমার মনে হয় আমাদের লোকাল বোর্ডের সবাই মিলে এরকম কনটেস্ট   আয়োজন করা উচিত  সেখানে আমরা যদি যে যার সামর্থ্য অনুযায়ী কিছু ডোনেট করি  তাহলে কনটেস্ট   এর পুরস্কার এর আকার বড় করা যাবে ,  এক্ষেত্রে কনটেস্ট   এ মানুষের অংশগ্রহণের ইচ্ছা ও বাড়বে , 

কনটেস্ট গুলোর বিজয়ী সিনিয়রদের ভোটাভোটের মাধ্যমে অথবা একটি নির্দিষ্ট সময়ের পূর্বে  তৈরিকৃত  একাউন্টগুলোর ভোটের মাধ্যমে অথবা সর্বোচ্চ মেরিট যারা পেয়েছে  এদের মধ্য থেকে বিজয়ী নির্ধারণ করা   যেতে পারে । 
এখানে অনেকেই আছে এদের মধ্যে  সিনিয়র একজন টোটাল অ্যামাউন্ট হোল্ড করলেই হবে .
একটি নির্দিষ্ট টাইম টেবিল পরপর এরকম কনটেস্ট গুলো প্রতিনিয়ত দিলে আমাদের লোকাল থ্রেড  আশা করি অনেক দ্রুত আগাবে ।
এখানে অনেকেই আছে এদের মধ্যে  সিনিয়র একজন টোটাল অ্যামাউন্ট হোল্ড করলেই হবে .
সিনিয়ররা যদি এ বিষয়ে এগিয়ে আসেন তাহলে  সহজেই বাস্তবায়িত   করা যাবে

আমার মনে হয় এ উদ্যোগে অনেকেই আমার সাথে একমত হবেন ।