Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Articles30
on 27/04/2022, 00:00:46 UTC
ক্রিপ্টো মার্কেট আবার পতন!
এইটাকে পতন বলব না আমি। খুব বেশি তো মার্কেটে দরপতন হয় নি। মার্কেট বেশ কিছুদিন একটানা নিম্নমুখী ছিল। যাই হোক, আমি মনে করি মার্কেট এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াবে শীগ্রই। সুতরাং, এইটা আহামরি কোন দরপতন বলাটা ঠিক নয় আমার মতে।
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি সাথে যুক্ত আছে তারা সবাই ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জেনে থাকবো যে 2022 সালের শুরুতে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু বর্তমান সময়ে মার্কেট ডাম্পিং এর মধ্যে রয়েছে। কোন কিছুর ভালো দিক থাকলে তার একটু খারাপ দিক থাকবে এটা স্বাভাবিক। তবে বর্তমান সময়ে মার্কেট যে রকম অবস্থায় রয়েছে তাতে মনে হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুব শীঘ্রই আবার ঘুরে দাঁড়াবে এবং সচল একটি অবস্থায় চলে আসবে।