Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Juwel580
on 27/04/2022, 02:04:12 UTC
সবাই ইনকাম এর দিকে ঝুকে কেউ আর মান সম্মত পোষ্ট করে না। সবাই বাউন্টি নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে। কিন্তু তারা জানে না শুধু এখানে বাউন্টিই নয়। অনেক ভালো মানের কন্টেন্ট, মেধা বিকাশ, এবং ক্রিপ্টো পৃথিবীর  খবর নেওয়া যায়। আর এখান থেকে আরো বেশি বেশি ইনকাম করার সোর্স পাওয়া যায় বিভিন্ন বড় ভাইদের পরামর্শে।  আমি মনে করি এই থ্রেডটিতে এসে আমি আমার সাফল্য খুজে পেয়েছি।  আমি মনে প্রানে বিশ্বাসই যে আমিও একদিন বড় ভাইদের র‍্যাংক এর কাছা কাছি পৌছাবো। ইনশআল্লাহ।