Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 29/04/2022, 16:14:51 UTC
আমি এই ফোরামে নতুন। আমার অ্যাকাউন্ট এ একটি সমস্যা হয়েছে সেটা হলো হঠাৎ করে Bump আসে। এটা আসলে কি কোন সমস্যা হবে....?

না ভাই এটা একাউন্টের কোন সমস্যা না । আমার জানামতে  ম্যারিট পাওয়ার পরে পরে এই চিহ্নটা আসে , bump মনে হয় কোন টপিকে সবার উপরে তোলার জন্য ব্যবহার করা হয় । আমি এটা কখনো ব্যবহার করিনি , আশা করি naim027 ভাই বা অন্য কোনো সিনিয়র মেম্বাররা জেনে থাকলে বিষয়টি একটু ক্লিয়ার করবেন।
আর আপনার ইমেজ সাইজ টি আরো ছোট করতে পারতেন , সুবিধার্তে নিচের কোডটি কে ফলো করতে পারেন যদি সম্পর্কে না জেনে থাকেন ।
Code:
[center][img width=400 height=300]https://i.ibb.co/1fm0fDw/IMG-20220429-205105.jpg[/img][/center]