Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 29/04/2022, 17:28:24 UTC
⭐ Merited by wtsimis (1)
পয়গাম্বর ইনকাম কেউ আর এর মান দিকে ঝুঁকছে না।  বিশ্ববাসী বাউন্টি নিয়ে ব্যাস্ত হওয়া।  কিন্তু তারা না শুধু এখানে বাউন্টি নয়।  অনেক ভালো গুণ কন্টেন্ট, মেধা বিকাশ, এবং ক্রিপ্টো রিপোর্ট  খবর নেওয়া যায়।  আর অনুশীলন থেকে আরো বেশি ইনকাম করার সোর্স পাওয়া যায় বিভিন্ন বড় ভাইদের পরামর্শ।  আমি মনে করি এই ঘেঁটে এসেছিলাম আমি আমার খুজে খুজে পাই।  আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমিও বড় ভাইদের র‍্যাঙ্কের কাছা কাছি পৌছাবো।  ইনশাআল্লাহ।
বাংলাদেশের লোকাল থ্রেডে আপনাকে স্বাগতম । আশা করছি আপনি সকল নিয়মগুলো যথাযথ পালন করে পোস্ট করবেন ।  যদিও আপনার অনেক কথাগুলো আমার নিকট ছিল অস্পষ্ট । আমার মতে বাউন্টি করার পাশাপাশি অন্যান্য বোর্ড গুলো থেকে বাহিরের কিছু ইনফরমেশন জানার চেষ্টা করবেন তাহলে বেশি লাভ হবে।
আর আমার তরফ থেকে পরামর্শ  থাকবে যে নতুন কিছু জানা ট্রাই করুন আর যা জানেন তা শেয়ার করুন  আশা করি এর মাধ্যমে আপনার এবং আমাদের উভয়ের উপকার হবে । আর হ্যাঁ আপনি রাঙ্কও বাড়াতে পারবেন। Roll Eyes

আর এখান থেকে নিয়ম গুলো ভালো করে দেখে নিতে পারেনঃ- নিয়ম কানুন