হেলো ভাই ব্রাদার্স, ভাইয়েরা আমার,
বোনেরা তোমার 
বোনেরাও নিশ্চই আমার। চলুন বিগত মাসেরে আমাদের লোকাল থ্রেড এর ওভারভিউটি দেখা যাক।
পোষ্ট কাউন্ট: মার্চ মাসে আমাদের থ্রেড এ ১২৬ টি পোষ্ট করা হয়েছিলো। যা এই মাসে অল্প কিছু বেড়ে ১৩৪ এ দাড়িয়েছে। সকলকে ধন্যবাদ ভালো পোষ্ট করার জন্য।
মেরিটঃ বিগত মাসে আমাদের মেরিট রেশিও ছিলো ০.৫৩ যেটা অনেক বেশি। মোট মেরিট শেয়ার হয়েছিলো ৬৭ টি। এই মাসে সেটা কমে হয়েছে ৪৩ টি।
মেরিট/পোষ্ট রেশিওঃ ওপরেই বলে ফেলেছি, যেহেতু মেরিট শেয়ার কমেছে, তাই মেরিট রেশিও কমে গেছে। ০.৫৩ থেকে এই মাসে ০.২৯ এ চলে এসছে। সাধারনত এটাও একবারেই খারাপ রেশিও নয়।
পোষ্টারঃ বিগত মাসে আমাদের থ্রেড এ ২৯ জন পোষ্ট করেছিলো। এই মাসে সেটা হয়েছে ৩৩ জন। ৪ জন নতুন ভাবে থ্রেড এ পোষ্ট করেছেন। আশা করি আপনারা কন্টিনিউ করবেন।
বিগত মাসের টপ ১০ জন পোষ্টারঃ
1.
Crypto Library [19]
2.
shasan [15]
3.
Teletalk.org [12]
4.
Little Mouse [10]
5.
Blue King [9]
6.
naim027 [8]
7.
DVlog [7]
8.
musafar37 [7]
9.
wtsimis [7]
10.
Sumonkhan14 [4]