ভাই টুইটারে ব্যবহারের জন্য অর্থ গুনতে হবে কিন্তু সেটি তাদের জন্য যারা টুইটার ব্যবহার করে ব্যবসায়িক বা কমার্শিয়াল কোনো কাজ করবে বা সরকারি কোন কার্যক্রম এর সাথে জড়িত কিছু তে অর্থ গুনতে হবে এটি বুঝিয়েছে। এমনি সাধারণ ইউজারদের জন্য টুইটার আগে যেরকম ছিল সেরকম ই থাকবে টেনশনের কোন কারণ নেই । তারপরও নিচে আমি ইলন মাস্ক এর টুইটটির লিংক এবং ছবি দিয়ে দিলাম
আমারতো মনে হয় এতে করে টুইটারের জনপ্রিয়তা আরো কমে যাবে। অনেক সাধারণ ব্যবহারকারী রয়েছেন যারা টুইটারের মাধ্যমে মার্কেটিংয়ের কাজ করে থাকেন। তাদের জন্যও কি এই নিয়ম থাকবে নাকি? আমারতো মনে হচ্ছে ইলন ডজকয়েনকে প্রোমোট করার জন্য এই ব্যবস্থা করতেছে। কিছুদিন পরে যদি ইলন ঘোষনা করে যে ব্যবসায়িক উদ্দেশ্যে টুইটার ব্যবহার করলে ডজকয়েনের মাধ্যমে ফি প্রদান করতে হবে তাহলেও আমি অবাক হবো না।