~snip~
প্রথমেই আপনাকে আপনার রেঙ্ক আপ হওয়ার জন্য অভিনন্দন জানাই । এভাবে আরো গুণগতমান সম্পন্ন রিসোর্স পোস্ট করতে থাকলে আমার বিশ্বাস আপনি একদম সর্বোচ্চ রেঙ্ক পর্যন্ত যেতে পারবেন ।
আর আপনি একটা বিষয় উল্লেখ করেছেন যে আপনি টুইটার ফ্লিপিং করেন । আমি আসলে জানতে চাচ্ছি টুইটার ফ্লিপিং টা আসলে কি ।আশা করি এ সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারবো।
