Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
naim027
on 08/05/2022, 18:41:19 UTC
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

গুড আফটারনুন, কেমন আছেন?

ব্রাদার, কুশল বিনিময়ের জন্য এই থ্রেড নয়, অথবা এটা চ্যাট করার মতো যায়গাও নয়। দয়া করে এক লাইনের ভেলু লেস পোষ্ট করবেন না। কুশল বিনিময় করার ইচ্ছে থাকলে দয়া করে ইনবক্সে নক করবেন।


(এডিটেড)

ইমেজ পোষ্ট করার সময় যে কোনো একটা সাইজ ব্যাবহার করার চেষ্টা করবেন। এত করে ইমেজ সাইজ টা সুন্দর হবে। মনে করেন Width ব্যাবহার করলেন, এতে করে ফোরাম নিজে থেকেই বাকিটা সাইজ করে নেবে। নইলে ছবি গুলো দেখতে অন্য রকম লাগে।


অনেক দিন ধরে ভাবতেছিলাম লেখতে বসবো, ঈদের জন্য সময় হয়ে উঠেনি, হয়তো এই লেখাটি অনেক আগেই লেখার দরকার ছিলো। গত ২৭ এপ্রিলে, আমি ফুল মেম্বার রেঙ্ক এ উঠতে পারি। বিশ্বাসই হচ্ছিলো না, অবশেষে আমি এই রেঙ্ক অর্জন করতে পেরেছি।

আপনাকে অভিনন্দন। ফোরামে কিন্তু অনেক নতুন মেম্বার আসে, আবার চলেও যায়। যারা রেঙ্ক আপ করেছে, আমি মনে করি সবাই নিজের যোগ্যতায় করেছে। আবারো অভিনন্দন।