Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
HEART001
on 23/05/2022, 03:03:30 UTC
[quote author=Shopnil10 link=topic=631891.msg60170780#msg60170780 date=1652943903
এটা আসলে নির্দিষ্ট সময় নির্ধারণ করে বলা সম্ভব নয়. সারাবিশ্বে বর্তমানে অর্থনৈতিক মন্দা চলতেছে যা ক্রিপ্টোকারেন্সি উপর কিছুটা প্রভাব পড়েছে
আপনার মত অনেকেই ধারনা করেছিলাম যে মার্কেট উঠতে অনেক সময় লাগবে কিন্তু না ক্রিপ্টো মার্কেট আবারও চাঙ্গা হতে শুরু করেছে। আগামি কিছুদিনের মধ্যে তা আবার আলোচনার শীর্ষে আসবে বলে মনে হচ্ছে।

[/quote]
আমার মনে হয় এই বছরটাতে মার্কেট ভাল হবে না তবে বলা যায় না যে কোন সময় যে কোন কিছু ঘটতে পারে। যে ভাবে ক্রিপ্টোতে নতুন প্রজন্মের লোক আসছে তাতে ক্রিপ্টো কারেন্সি অনেকটাই এগিয়ে যাবে। অসম্বব কে সম্ভব করা একমাত্র এই প্লা্টফরমেই সম্বব।

বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুব ডাউন এটি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সম্ভাবনাময় সময় কেমন লাগতে পারে ?
এটাতো বলা খুবই কঠিন তবে আমার কাছে মনে হয় বেশি দিন সময় নিবে না। ক্রিপ্টোত আবার খুব শিগরই পাম্পিং ইভেন্ট দেখা যাবে। বর্তমানে বেশ পজিটিভ নিউজ শোনা যাচ্ছে। এই ধারাবাহিকতায় আমার মনে হয় হয়তো 2 মাসের মধ্যে মার্কেট আবার উর্ধ্বমুখি হবে। এইরকম কথা অনেকেই বলে কিন্তু আমি তাদের সাথে একমত হতে পারি না তারা কিভাবে এরকম কথা গুলো বলে মার্কেট দুই মাসের মধ্যে আরকি ভালোর দিকে যাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব আমি জানিনা আমার আইডিয়া থেকে আমার মনে হয় মার্কেট সময় হতে অনেক দিন সময় লাগবে এত দ্রুত সময়ের মধ্যে মার্কেট আবার রিকভারি করা সম্ভব না।
নতুন একটি সম্ভাবনা ছিল যে মার্কেট হয়তে আবার জেগে উঠবে কিন্তু সেটি আর হল না আবার মার্কেট পতনের দিকে রয়েছে। মনে হচ্ছে এটি দীর্ঘ সময় নিতে পারে। সাম্প্রতি সময়ে যে বিটিসির ভাঙ্গন চলছে সেটি শেষ না হওয়া পর্যন্ত হয়তো মার্কেট এমনই থাকতে পারে। এটি শেষ হলে বিটিসি একটু স্টাবল হলে তখন থেকে দেখা যাবে মার্কেটের রূপরেখা পরিবর্তন হতে শুরু করবে।

কেউ কেউ ধারনা করছে মার্কেট রকভার হতে প্রায় 2 বছর সময় লাগতে পারে।আবার অনেকেই মনে করে যে কোন সময় ই এটি বুলরান শুরু করতে পারে। তবে আরও কয়েক মাস না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। মার্কেট কোন দিকে মুভ করবে কিছুই বলা যাচ্ছে না। কিছুদিন দেখা যাক মার্কেটের অবস্থা কেমন হয় তারপর নতুন করে বলা যাবে কি হতে পারে বা কি হতে যাচ্ছে।
আমার মতামত গুলো তুলে ধরলাম আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ।