Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Next-door
on 04/06/2022, 18:52:31 UTC
আচ্ছা আমার একটা বিষয় জানার আছে লিটিল মাউস ভাই একটু আপনি বলবেন আপনি যে বাউন্টি পোস্ট করেন এটাকি কোন লিংক পোস্ট করেন নাকি পিকচার  পোস্ট করে।

সে দুইটাই ব্যবহার করে। আপনি যদি jr member /Coper memner হন তাহলেই শুধু তার মতো ছবি বা ছবির মধ্যে লিংক ব্যবহার করতে পারবেন।আপনি যদি এই গুলায় পারদর্শী।হতে চান  তার জন্য আপনাকে freelancing শিখে Web depolepment হতে হবে। আর লিটল মাউস ভাই যে বাউন্টি ছারে সেখানে সে শুধু লিংক বা শুধু পিক দেয় নাই। পিক এবং লিংক দুইটাই ব্যভার করেছেন।