আমি বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু জানতে চাই।
আমি বাউন্টি থ্রেডে বাউন্টি লঞ্চ করতে চাচ্ছি। কিন্তু কিভাবে আমি প্রজেক্ট পাব সেই ব্যাপারে আমাকে কেউ সাহায্য করুন। কোন সাইটে গিয়ে প্রজেক্ট খুঁজতে হবে সেটা একটু ক্লিয়ার করে বলবেন যদি কেউ পারেন দয়া করে।
ম্যানেজার হিসেবে কাজ করতে হলে আপনাকে প্রথমে যেটা থাকতে হবে সেটা হল আপনার আইডি রেঙ্ক । তারপর ম্যানেজাররা যেভাবে বাউন্টি ডিজাইন করে সেভাবে আপনাকে ডিজাইন শিখতে হবে কিংবা থার্ড পার্টি কাউকে দিয়ে করিয়ে নিতে হবে ।
এখন আসি প্রজেক্ট পাবেন কিভাবে ?
বিটকয়েন্টক এর মাধ্যমে প্রজেক্ট খুঁজে পাওয়া যায়।
আপনি কোথায় পোস্ট করলে প্রজেক্ট পাবেন সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব ।
https://bitcointalk.org/index.php?board=52.0এখানে আপনি আপনার একটি সুন্দর পোর্টফোলিও সাজাতে হবে যেটা দেখে বায়ার আপনাকে কাজ দিবে।
আপনি চাইলে আরো অন্য পদ্ধতিতেও কাজ পাইতে পারেন। ফাইবার ফ্রিল্যান্সার ওখানে পোস্ট করে। আবার নতুন প্রজেক্ট যেগুলো আসতেছে এডমিনের সাথে টেলিগ্রাম টুইটার ইমেইল এর মাধ্যমে কন্টাক করে প্রজেক্ট পাইতে পারেন আপনি।
আশা করি আপনি বুঝতে পারছেন আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করছি ।