আমি বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু জানতে চাই।
আমি বাউন্টি থ্রেডে বাউন্টি লঞ্চ করতে চাচ্ছি। কিন্তু কিভাবে আমি প্রজেক্ট পাব সেই ব্যাপারে আমাকে কেউ সাহায্য করুন। কোন সাইটে গিয়ে প্রজেক্ট খুঁজতে হবে সেটা একটু ক্লিয়ার করে বলবেন যদি কেউ পারেন দয়া করে।
আচ্ছা আমি কিছুদিন যাবত দেখতেছি অনেক নতুনরা আমাদের এই থ্রেটে যোগ দিয়েছেন। অনেক ভালো কথা আমাদের বাংলাদেশের থ্রেট যত বড় হবে তত ভালো। কিন্তু এখন কিছু লোক যুক্ত হইছে যারা কিছু না জেনেই অনেক বড় হতে চাচ্ছে। আমি বলতেছি না যে আমি সব পারি কিন্তু এখানে কিছু লোক নতুন এসেই অনেক বড় বড় চিন্তা করতেছে। তেমনি আপনিও তাদের মধ্যে একজন। আপনি মাত্র এখানে আসলেন কিন্তু এসেই জানতে চাইতেছেন বাউন্টি কিভাবে আনতে হয়। আমি বলতেচহি ভাই যদি এতই সহজ হইত তাইলে কেএ কোনো কিছু না করে এখানেই পরে থাকতো। আপনি মাত্র শুরু করেছেন সব কিছু আগে বুজেন তারপর আপনি জানতে পারবেন আসলে ক্রিপ্টো কারেন্সি কি। তাই এইসব ধান্দা বাদ দিয়া ক্রিপ্টো সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করেন। আমি বলতেছি না যে এইসব আপনি শিখবেন না শিখবেন কিন্তু আস্তে আস্তে। সব কিছু একবারে পারা যায় না তাই আগে সব কিছু বুজেন তারপ্র উপর দিকে যাওয়ার চিন্তা করেন