Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Next-door
on 09/06/2022, 15:28:10 UTC

কোন প্রকার সমস্যা হলে সাথে সাথে আপনার usdt
ফেরত দেওয়া হবে


যারা আমার সাথে যোগাযোগ করবেন নিচে টেলিগ্রাম দিয়ে দিলাম

Telegram
[/quote]


আপনাদের কি আর বলবো ভাই। কোথায় কোন ধরনের কথা বলতে হয় তাও জানেন না। এইটা আমাদের বাংলাদেশের থ্রেট। হ্যা তার জন্য আপনি এখানে যা ইচ্ছা বলতেই পারেন। কিন্তু আমাদের এই বিটকইনটাল্কে সমস্ত ধরনের থ্রেট আছে।  আর এক এক থ্রেটে এক এক কথা আলোচনা হয়। আপনি যদি এক থ্রেটের কথা অন্য থ্রেটে বলেন তাইলে তো লাভ হবে না। আর আমাদের এই থ্রেটের আলোচনা হয় আমরা বাংলাদেশি যারা আছি তাদের সব ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর এখানে যদি অন্য দেশের লোক পোষ্ট করে তাইলে কি কোনো হেল্প পাবে? ঠিক তেমনি আপনি মার্কেটপ্লেসের কথা  এখানে বলতেছেন আপনার কি কোনো লাভ হবে?  হয়তো কিছু মানুষ নিতে পারেন কিন্তু সবাই তো আর এতটা গুরুত্ব দিবে না। আর মার্কেটপ্লেসে আলোচনাই হয় এইসব নিয়ে। তাই আপনি যদি ওখানে পোষ্ট করেন তাইলে বেশি উপকার পাবেন। আর দয়া করে আমাকে ভুল বুজবেন না।